মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় মো. সাইদুর রহমান (২৮) নামের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুলাই) সকালে উপজেলার ভাটেরচর এলাকার একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদুর রহমান চট্টগ্রামের সন্দীপ থানার হালিশহর এলাকার গোলাম মাওলার ছেলে।
গজারিয়া থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, একদল গার্মেন্ট শ্রমিক ভাটেরচর এলাকায় সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পড়ে লাশটি উদ্ধার করা হয়।
তার পরনের প্যান্টের পকেট থেকে মোবাইল নাম্বার পাওয়া যায়। ওই নাম্বারে যোগাযোগ করা হলে তার মামা ফিরোজ আলম ফোন ধরেন।
নিহত ওই যুবকের বর্ণনা শোনে ফিরোজ আলম বলেন, নিহত যুবক তার ভাগিনা। তার নাম মো. সাইদুর রহমান (২৮)। সে চট্টগ্রামের সন্দীপ থানার হালিশহর এলাকার গোলাম মাওলার ছেলে।
তিনি আরও জানান, সাইদুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকায় যাওয়ার জন্য রোববার নিজ বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ ঘাতকরা এখানে ফেলে গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ