মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে : নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে দুই নারী সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

১০ অক্টোবর বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ডানিয়াপাড়া এলাকায় এসএস পরিবহনের একটি বাস পুকুরে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসএস পরিবহনের বাসটি ঢাকা থেকে টঙ্গিবাড়ি যাচ্ছিল। একটি গাড়িকে পাশ কাটাতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন আহতদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার দানিয়াপাড়া গ্রামের গীতা রাণী পাল, ইছাপুরা ইউনিয়নের টেঙ্গুড়িয়াপাড় গ্রামের সালমা বেগম এবং বাসের চালক স্বপন।

দুর্ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গিবাড়ি ও সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী লিমা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বাসটি পুকুর থেকে রাস্তার পাশে উঠানো হয়েছে। পুকুরে আর কোনো মরদেহ আছে কি না তা দেখা হচ্ছে। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনুভা জানান, গুরুতর আহত হওয়ায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আজকের বাজার : এমএম / ১১ অক্টোবর ২০১৭