মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পিডবোট উল্টে এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। এতে ১০ যাত্রী আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১ যাত্রী।
রোববার (১৫ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুফিয়া বেগম (৬০)। তিনি শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য এবং হাসাড়া এলাকার সেলিম শেখের স্ত্রী।
আহত ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নিখোঁজ রয়েছেন শ্রীনগরের জালাল সরকার (৫০)। তিনি কেয়টকালীর বাবর আলীর ছেলে।
ঘটনাস্থলে ফায়াস সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে।
বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ মো. খালেদ জানান, শিমুলিয়া ঘাটে আসার পথে মাঝপদ্মায় স্পিডবোটটি ফেরি টাপলুর সঙ্গে ধাক্কা লাগে। এই সময় কাছাকাছি ছিল ফেরি কপতী। ফেরির কর্মীরা ঝাঁপিয়ে পড়ে কয়েকজনকে উদ্ধার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মকসুদা লিমা জানান, সুফিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে শিমুলিয়া ঘাটে রাখা হয়েছে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, দুর্ঘটনা স্থলে ফায়াস সার্ভিস ও ডুবুরি দলের অভিযান চলছে। উদ্ধার হওয়া আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
আজকের বাজার/একেএ