শ্রীনগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সেনপাড়ার দূর্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ আলী (৬০) ওই এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন।
এ ঘটনায় ছেলে জাহিদ হাসানকে (২৭) গ্রেপ্তারর করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে শ্রীনগর থানার ওসি ইউনুস আলী জানান, প্রতিদিনের মতো শাহেদ আলী ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর সাথে কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিদ তাকে বটি দিয়ে গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ