ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ৮জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে শ্রীনগরের ষোলঘর এলাকায় মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জন শিশু, দু’জন নারী ও ৪জন পুরুষ রয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানাগেছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সাথে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এছাড়া বাস ও মাইক্রোবাসের ৪ যাত্রীকে আহতাবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।