মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ (৭ মার্চ) শনিবার দুপুরে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসযাত্রী জাহিদ (৩২) ও চালক আ. রহমান (৩৮) নিহত এবং ৬ যাত্রী গুরুতর আহত হন।
আহত যাত্রীদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজকের বাজার/এ.এ