মুন্সীগঞ্জের কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার ব্যারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা হলেন আমেনা বেগম ও তাইজুন খাতুন। মঙ্গলবার রাতের কোনো এক সময়, তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
১৩ সেপ্টেম্বর বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার ব্যারেক ল্যাংটার মাজারের খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে।
মাজারের খাদেম মাসুদ খান জানান, আমেনা বেগম এবং তাইজুন মাজারের ভেতরেই থাকেন। সকালে এসে মাজারের ভেতরে তাদের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলেধোরণা তার।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭