মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইটবোঝাই একটি মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুসরাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা ইটবাহী একটি মাহেন্দ্র গাড়ি নুসরাতের গায়ের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুসরাত পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। তার বাবা পাথরঘাটা গ্রামের শরিফ সিকদার।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এলাকাবাসী গাড়ি ও তার চালক মনিরকে আটক করে পুলিশে খবর দেন।
এলাকাবাসী আরও জানান, বিভিন্ন ভারি মালামাল বহনের কাজে স্থানীয়ভাবে ব্যবহৃত মাহেন্দ্র গাড়িগুলোর বেপরোয়া চলাচলের কারণে সন্তানদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকেন তারা।
এসব গাড়ির নিয়মিত চলাচলের ফলে স্থানীয় সড়কগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে সেখানে দেখা দিচ্ছে ফাটল, গর্ত ও ভাঙাচোরা। কিন্তু গাড়ির মালিকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে এসব নিয়ন্ত্রণে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
আজকের বাজার/এসএম