মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মুকবুল হোসেন(৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিরার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুকবুল হোসেন(৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মহেশখালি গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে। নিহত ব্যক্তি উপজেলার বাউশিয়া এলাকায় মেয়ে শিরিন আক্তারের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এ সময় মোটরসাইকেল চালক ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. কবির হোসেন (৩৮) আহত হয়েছেন। আহত কবির হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভৈশেরকুট এলাকার মৃত. নবী নেওয়াজের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর টিআই মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিরার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় দ্রুত গতির কুমিল্লাগামী একটি মোটরসাইকেলের সামনে দিয়ে দৌঁড়ে পারাপার হওয়ার সময় ধাক্কা লেগে একজন নিহত হন।
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/একেএ