মুন্সীগঞ্জে সিমেন্ট কারখানায় ২ শ্রমিক নিহত

মুন্সীগঞ্জে বন্ধ সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে ‍দুই শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

সোমবার (১৪ মে) মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরের এস আই সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মো. শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫)। শাহিন চাঁদপুর জেলার মতলব উপজেলার মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। রাশিদুলের  পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত টাঙ্গাইল জেলার ঘাঁটাইল উপজেলার দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে হাফিজুর রহমানকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে বন্ধ থাকা কারখানা পরিষ্কার করতে গিয়ে জমাট বাঁধা সিমেন্ট শরীরে পড়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

আজেড/