মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন চাঁদনী আক্তার (২৫) ও পলাস সরদার (২০)।
রোববার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় মাওয়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়াগামী বাসের যাত্রী চাঁদনী আক্তার ও পলাস সরদারকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই দুই মাদক ব্যবসায়ী বেদে সম্প্রদায়ের। তারা লৌহজং উপজেলার বেদে পল্লীতে বসবাস করে। গ্রেফতারকৃত চাঁদনী খড়িয়া গ্রামের আস্তাহীনের স্ত্রী। আর পলাশ গোয়ালীমান্দ্রা গ্রামের গোলাম সরদারের ছেলে।
তারা দীর্ঘদিন যাবৎ লৌহজং উপজেলার বেদে পল্লীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
আজকের বাজার/একেএ