মুন্সীগঞ্জের মুক্তারপুরে বুধবার তিন টন জাটকা ভর্তি ট্রাকসহ চারজনকে আটকে করেছে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ৪০ হাজার টাকা জরিমানা করেছে এবং জব্দকৃত জাটকা বেদে পল্লী ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল হক সাবেরিন জানান, জাটকাগুলো মিরাকাদিমের ১৩০ এবং ফরাজীবাড়ির ৬৫ বেদে পরিবার এবং স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে। পদ্মা থেকে এই জাটকা শিকার করে ট্রাকে করে ঢাকার যাত্রাবাড়ি নেয়ার পথে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান তাদের আটক করেন। আটককৃতরা হলেন-মো. রিয়াজউদ্দিন, তরিকুল ইসলাম, আফিকুল ইসলাম ও সুজন মিয়া। পরে তাদের আরও চার সহযোগীকেও অর্থ দন্ডের আওতায় আনা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান