মুম্বইকে ৩৭ রানে হারালো দিল্লি

মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৭ রানে হারিয়ে এ বছরের আইপিএল যাত্রা শুরু করল দিল্লি ক্যাপিটালস। ২৭ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা আকর্ষণ হয়ে রইলেন নবীন ব্যাটসম্যান ঋষভ পন্থ।

রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ইনিংসের শুরুতেই পৃথ্বী শাহ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারকে হারিয়ে কিছুটা থমকে গিয়েছিল দিল্লি। কিন্তু শিখর ধাওয়ান ও কলিন ইনগ্রাম জুটি তাদের ম্যাচে ফেরায়। তবে মূলত ঋষভের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই ৬ উইকেটে ২১৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশিপে ৩৩ রান তোলেন কুইন্টন ডি’কক ও রোহিত শর্মা। ইশান্ত শর্মার বলে রোহিত আউট হওয়ার পরে সূর্যকুমার যাদবকে চোখ ধাঁধানো ডাইরেক্ট হিটে রান আউট করেন আইয়ার।

দলের প্রয়োজনে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ডি’কক। কিন্তু তাঁকেও ডাগ আউটে ফিরতে বাধ্য করেন ইশান্ত। তত ক্ষণে মরণঘণ্টি বেজে গিয়েছে মুম্বাইয়ের।

এর পর শেষ চ্যালেঞ্জ ছুড়ে দেন সাঁইত্রিশের যুবরাজ সিং। কায়রন পোলার্ডের সঙ্গে জুটি বেঁধে ৫০ রান তুললেও শেষরক্ষা হয়নি। কিমো পলের কাছে পোলার্ডের আত্মসমর্পণের পরে শূন্য রানে ফেরেন হার্দিকও। ক্রুনালের সঙ্গে যুবরাজ জুটি বাঁধলে ১৩ বলে ২১ রান ওঠে। ক্রুনাল আউট হলে মরিয়া যুবরাজ একার কাঁধে দায়িত্ব তুলে নেন। কিন্তু কুড়ির উপরে স্ট্রাইক রেট তাঁর একার পক্ষে তোলা অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৭৬ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে গুটিয়ে যেতে বাধ্য করে দিল্লি ক্যাপিটালস।