২১৪ রানের টার্গেট দিয়ে ১৬৭ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে থামিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান প্রিমিয়ারলীগের (আইপিএল) ১১ তম আসরে প্রথম জয় তুলে নিয়েছে। কিন্তু এই ম্যাচে কোন উইকেট নিতে পারেননি বাংলাদেশী কিংবদন্তী ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগের তিন ম্যাচেই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু হেরেছিল দল। চতুর্থ ম্যাচে এসে উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। ছিলেন ভীষণ খরুচেও। তবে এই ম্যাচেই মৌসুমে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
৪ ওভারে বোলিং করে ৫৫ রান গুনেছেন মুস্তাফিজ। হজম করেছেন চারটি করে চার ও ছক্কা। কুইন্টন ডি কক, বিরাট কোহলিরা তো বটেই, মুস্তাফিজকে এদিন ছক্কা মেরেছেন লোয়ার অর্ডারে মোহাম্মদ সিরাজও।
ব্যাট হাতে এদিন জ্বলে উঠেছেন দুই দলের অধিনায়কই। ৫২ বলে ৯৪ করেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৬২ বলে ৯২ রানে অপরাজিত বিরাট কোহলি। তবে রোহিতের পাশে ছিল এভিন লুইস, হার্দিক পান্ডিয়াদের পারফরম্যান্সও। কোহলির লড়াই ছিল একার।
আগের তিন ম্যাচের দুটি শেষ বলে হেরেছিল মুম্বাই, এক ম্যাচে শেষের আগের বলে। এই ম্যাচে জয়টা সহজ হলেও মুম্বাইয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো।
আজকের বাজার/ এমএইচ