ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীতে একটি উঁচু ভবনের ভিতরে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়।
মুম্বাইয়ের তিলক নগরের গণেশ গার্ডেনের কাছে সরগম সোসাইটির ১৫ তলা একটি ভবনে এ অগ্নিকান্ড ঘটে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘চেম্বুরের তিলক নগরে সরগম হাউজিং সোসাইটির একটি উঁচু ভবনে আজ আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ পর্যন্ত আমরা এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা জানতে পারিনি।’
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ আগুনে তিনজনের মৃত্যু হয়েছে।
অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ-বাসস
আজকের বাজার/এমএইচ