যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন, ঐতিহাসিক ৭মার্চ দিবসটি পালন করেছে। আজ মুম্বাই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক বাণী পাঠ করে শোনানো হয়। এরপর কবিতা পাঠ এবং ঐতিহাসিক ৭মার্চের সচিত্র ভাষণ উপস্থিত সকলের জন্য বড় পর্দায় প্রদর্শিত হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান