ভারতীয় পুলিশ শুক্রবার জানিয়েছে, মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধ্বসে ছয় ব্যক্তি নিহত ও বেশ কিছু সংখ্যক আহত হওয়ার ঘটনায় নগর ও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার দায়ে মামলা দায়ের করা হয়েছে।
ব্রিজটির পুনঃনির্মাণ কাজ চলছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টা (গ্রীনিচ মান সময় ১৪০০ টায়) নগরীর যাত্রিরা প্রধান রেল স্টেশনের ছত্রপতি শীবাজি টার্মিনালে যাওয়ার সময় সংযোগ ব্রিজটি ভেঙ্গে পরে।
ভারতের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে এটি সর্বশেষ উল্লেখযোগ্য অবকাঠামো ধ্বসের ঘটনা। প্রায় দুই বছর আগে আরেকটি স্টেশনের জনাকীর্ণ একটি ফুট ওভার ব্রিজ ধ্বসে ২৩ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন নারী ও তিন পুরুষের মৃত্যু হয়। তাদের বয়স ছিল ৩২ ও ৫৫-এর মধ্যে। এ দুর্ঘটনায় অপর অন্ততঃ ৩৩ ব্যক্তি আহত হয়।