ভারতের মুম্বাইয়ে বজ্রপাতে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভি’র।
শনিবার (২ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, নিহত দুই শিশুর একজনের নাম সারা খান (৯) আরেকজন ওমকার। বজ্রপাতে নিহত তৃতীয় ব্যক্তির নাম অনিল যাদভ (৩২)।
এনডিটিভি’র খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে লেগে যায় যানজট। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। এ সময় বজ্রপাতে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়।
আজকের বাজার/একেএ