মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন,নিহত ১৪

ভারতের   মুম্বাই শহরের লোয়ার পারেল এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগে  ১৪জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। টাইমস অব ইন্ডিয়ার দেয়া সংবাদে জানানো হয় নিহতদের বেশিরভাগই ছিলেন মহিলা। আগুন লাগার মুহূর্তে কমলা মিলস নামের ওই বহুতলে সেই সময়ে  প্রায় ৫০ জন মানুষ ছিলেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার  রাত ১২টার দিকে  মোজো লাউঞ্জ নামে একটি রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৫ টি দমকলের ইঞ্জিন এবং ৮টি জলের ট্যাঙ্ক আগুন নেভানোর কাজ  করেছে। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে ধারণা দমকল কর্তৃপক্ষের।

আজকের বাজার:এসএস/২৯ডিসেম্বর ২০১৭