ভারতের মুম্বাইয়ে ১৮৪ মিলিমিটার বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খবর দ্য হিন্দুর।
মঙ্গলবার (১০ জুলাই) সকালের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে স্কুলগুলো।
দ্য হিন্দুর খবরে বলা হয়, থানে’তে বৃষ্টির প্রকোপে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের ভেতরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধ্যক্ষদের ওপর ছেড়ে দিয়েছে সরকার। পুরো মুম্বাইজুড়ে ৬৬ জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এছাড়া ভাসাই ও ভিরার অঞ্চলে ১২ ঘণ্টা ছিল না বিদ্যুৎ সংযোগ।
গত চার বছরের মধ্যে সবচেয়ে আর্দ্র জুলাই দেখছে মুম্বাইবাসী। মঙ্গলবার পর্যন্ত ১৮৪ মিলিমিটার বৃষ্টি পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা দেখা যায়নি। চলতি সপ্তাহজুড়েই এরকম ভারী বর্ষণ দেখবে মুম্বাইয়ের জনগণ।
আজকের বাজার/একেএ