চলতি মাসের শুরুতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাস। যোধপুরের উমেইদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতি মেনে বিয়ে করেন এই তারকা জুটি।
বুধবার রাতে মুম্বাইতে অনুষ্ঠিত হয় তাদের একটি রিসেপশন। যেখানে জমকালো উপস্থিতি দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের।
দু'জনকে একসঙ্গে অসাধারণ দেখাচ্ছিল। সব্যসাচীর তৈরি নীল রঙের লেহঙ্গা ও করসেট চোলিতে ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কাকে অপরুপ দেখাচ্ছিল। তার চুল ছিল খোঁপা করা,গলায় ভারি নেকলেস ও কানে দুল। সেগুলোও সব্যসাচীরই ডিজাইন করা। নিক ছিলেন স্মার্ট স্যুটেড লুকে।
এর আগে দিল্লিতে তাদের আরও একটি রিসেপশন হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের সেলিব্রিটিদের জন্য আরেকটি পার্টি দেবেন এই দম্পতি।
আজকের বাজার/এমএইচ