কুমিল্লার মুরাদনগরে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।
রবিবার দিবাগত রাত ১২টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই ও স্থানীয় চেয়ারম্যান হাজী কামালউদ্দিন।
ব্যবসায়ীরা জানান, রাত্ ৮টার দিকে দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে রাত প্রায় ১২টার দিকে আগুন লাগে। তাদের দাবি আগুনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।’