পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এতিমখানায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। আজ বেলা ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে উপজেলার ২ হাজার ৭ শত ইমাম ও মুয়াজ্জিন এবং ১২৪ টি এতিমখানায় তিনি এ ঈদ উপহার প্রদান করেন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলার চাল, সয়াবিন তেল, মুশুর ডাল, পাউডার দুধ, চিনি, সেমাই, আলু, পেয়াজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন, জহিরুল ইসলাম জুয়েল, ইউপি সদস্য কাউসার ভূঁইয়া প্রমুখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান