মুল্য সংবেদনশীল তথ্য নেই তবুও বাড়ছে প্রগতি লাইফের শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারন নেই।এই কোম্পানিটির সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে।ডিএসই সুত্রে জানা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা যায়, বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর বিআইএএম অডিটরিয়ামে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ১৮) কোম্পানিটির জীবন বীমা তহবিল ২২ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৫৪৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকায়, যা এর আগের বছর একই সময় বেড়েছিলো ২০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয় প্রগতি লাইফ। অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন সংক্রান্ত জটিলতায় ২০১৫ হিসাব বছরে কোনো লভ্যাংশ দিতে পারে নি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
পুঁজিবাজারে ২০০৬ সালে তালিকাভুক্ত প্রগতি লাইফের অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন ১২ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৯ দশমিক ৫৯ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ দশমিক ৫৩ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৩ দশমিক ৮৮ শতাংশ শেয়ার।
জাকির/আজকের বাজার