মুশফিকের কাছ থেকে শিখতে হবে: হরভজন সিং

ভারত সফরে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

ভারতের হয়ে ১০৩ টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪১৭ উইকেট শিকার করা হরভন সিং বলেন, মুশফিকের কাছ থেকে শিখতে হবে, মাহমুদউল্লাহ ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে অনেক সাহসী ব্যাটিং করেছেন। টেস্ট ক্রিকেটে আপনাকে সাহস দেখাতে হবে। কেবল টেকনিকের খেলা নয়, সাহসেরও খেলা ক্রিকেট। বিশেষ করে মুশফিকের কাছ থেকে শিখতে হবে। আমার গভীর শ্রদ্ধা তার প্রতি।

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে ক্রিকেট খেলা বাংলাদেশ দল টেস্ট সিরিজে চরম ব্যর্থ। বাজে ব্যাটিংয়ের কারণে ইন্দোর এবং ইডেন টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে আরও উন্নতি করার পরামর্শ দিয়েছেন ভারতের এ কিংবদন্তি তুল্য স্পিনার।

ভারতের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬৭ ম্যাচ খেলে ৭১১ উইকেট শিকার করা হরভজন সিং আরও বলেন, টেস্ট ক্রিকেটে টাইগারদের অনেক কাজ করতে হবে। ঘরের মাঠে তারা খুব ভালো দল। তারা এর আগে ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তবে স্পোর্টিং উইকেটে তাদের আরও ভালো খেলতে হবে। অভ্যস্ত হতে হবে বাউন্সি উইকেটে খেলার।

প্রসঙ্গত, মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়েই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পায় বাংলাদেশ। কলকাতায় দিবা-রাত্রির ইডেন টেস্টেও ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি। তার সাহসী ব্যাটিংয়ে ইডেন টেস্ট তৃতীয় দিনে গড়ায়।

নিশ্চিত ইনিংস পরাজয়ের ম্যাচেও দাপুটে ব্যাটিং করেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তার কল্যাণেই ১৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত খেলায় ফেরে। তবে ইডেন টেস্ট তৃতীয় দিনে গড়ালেও ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।

আজকের বাজার/আরিফ