মুশফিকের ছেলের নাম ‘শাহরোজ রহিম মায়ান’

ছবি : ইন্টারনেট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ছেলের নাম রেখেছেন মো. শাহরোজ রহিম মায়ান। আজ ফেসবুকে তিনি ছেলের নাম রাখা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। চলতি মাসের ৫ তারিখে প্রথমবারের মতো বাবা হন মুশফিক। তখন দোয়া চেয়ে বলেছিলেন, শিগগিরই ছেলের নাম জানাবেন।

আজ সোমবার ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। নাম রেখেছেন ‘মো. শাহরোজ রহিম মায়ান’।

ছেলেকে কোলে নেয়া একটি ছবি আপলোড করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামুআলাইকুম। আপনাদের সঙ্গে আমার ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম মো. শাহরোজ রহিম মায়ান। তার জন্য সবাই দোয়া করবেন।’

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ২০১৪ সালে জান্নাতুল কেফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মুশফিকুর রহিম তিন ফরম্যাটেই জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

আজকের বাজার : আরএম/ ১২ ফেব্রুয়ারি ২০১৮