টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটের নিলামে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
মহামারি কোভিড-১৯’র কারণে দেশে অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় তহবিল গঠনে সম্প্রতি নিজের ঐতিহাসিক ব্যাটটি নিলামের তোলার সিদ্বান্ত নেন মুশফিক।
শনিবার রাতে মুশফিকুরের সাথে ইনস্টাগ্রাম লাইভে নিলামে ব্যাট কেনার ইচ্ছা প্রকাশ করেন তামিম।
লাইভ সেশন চলাকালীন মুশফিক জানান, ‘কিছুদিনের মধ্যে ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যাট নিলামে তুলবো। এজন্য প্রস্তুতি চলছে এবং আশা করি, খুব শীঘ্রই তা শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘যারা উচ্চমূল্যে ব্যাটটি কিনতে পারবেন, আমি সেসব মানুষকে অনুরোধ করতে চাই যাতে মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি অবদান রাখতে পারি। সত্যিই এ ব্যাটটি আমার কাছে বিশেষ কিছু।’
মুশফিকের মন্তব্যের পর, তামিম জানান- ব্যাটের নিলামে অংশ নেয়ার ইচ্ছা রয়েছে তার।
লাইভে তামিম বলেন, ‘সত্যি বলতে, মুশফিকের ব্যাটর নিলামে তোরার ঘোষণার পরই আমার বিড করার ইচ্ছা হয়।’
২০১৩ সালে গল টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল-সেঞ্চুরি করেন মুশফিক। ব্যাটটি ঐতিহাসিক হওয়াতে, নিলামে বেশি দামের প্রত্যাশা করছেন তিনি।
মুশফিকের পর সাকিবও তার একটি ব্যাট নিলামে দেয়ার ঘোষনা দেন। বিশ্বকাপ খেলা সাকিবের ব্যাটটি পরবর্তীতে ২০ লাখ টাকায় বিক্রি হয়।
এরপর অনেক ক্রিকেটারই অসহায়দের সহায়তায় তহবিল গঠনে ব্যাট ও বিভিন্ন সরঞ্জামাদি নিলামে তোলার ঘোষনা দেন।