ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, রোহিঙ্গাদের মুসলমান হিসেবে নয়, শরণার্থী হিসেবে দেখা উচিত।
রোহিঙ্গাদের বিতাড়ন ইস্যুতে গতকাল শুক্রবার ভারতের হায়দারাবাদে এক সমাবেশে এই সংসদ এ ধরনের মন্তব্য করলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতে আশ্রয় নেয়া ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কেন্দ্রীয় সরকার মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় ওয়াইসি বাংলাদেশ থেকে ভারতে বাস করা ইসলামবিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, তসলিমা যদি ভারতে বাস করতে পারেন, তাহলে রোহিঙ্গারা কী ভারতে থাকতে পারেন না?
‘তসলিমা আপনার বোন হতে পারলে রোহিঙ্গারা ভাই হবে না কেন?’
তামিলনাড়ুতে বসবাসকারী শ্রীলঙ্কার শরণার্থীদের প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘সন্ত্রাসবাদ’ ছড়ানোর অভিযোগ থাকলেও তাদের ভারতে থাকতে দেয়া হয়। দলাই লামা তিব্বত থেকে পালিয়ে হিমাচল প্রদেশের ধরমশালায় আশ্রয় পেয়েছেন। বাংলাদেশের চাকমা অঞ্চলের শরণার্থীরা অরুণাচলে আশ্রয় পেয়েছেন। তাহলে রোহিঙ্গারা আশ্রয় পাবেন না কেন?
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তসলিমা যদি ভারতে বাস করতে পারেন তাহলে রোহিঙ্গারা কী ভারতে থাকতে পারেন না?
‘আমরা বিজেপি সরকারকে বলতে চাই, তাদেরকে মুসলিম হিসেবে দেখবেন না, বরং শরণার্থী হিসেবে দেখুন; তারা শরণার্থী।
ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘আপনারা কোন আইনের ভিত্তিতে তাদের ফেরত পাঠাবেন? এসব রোহিঙ্গা মুসলিমের কাছে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের পরিচয়পত্র রয়েছে। যারা সর্বস্ব হারিয়েছে তাদের ফেরত পাঠানো কী ধরণের মানবতা?’
আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭