কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে মঙ্গলবার একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। অন্টারিও’র লন্ডনে এক ব্যক্তি তাদের ওপর দিয়ে একটি পিক-আপ ট্রাক চালিয়ে দেয়। এতে তারা সকলে প্রাণ হারান। খবর এএফপি’র।
হাউস অব কমন্সে ভাষণ দেয়ার সময় ট্রুডো বলেন, ‘এটি কোন দুর্ঘটনা না। এটি ছিল একটি সন্ত্রাসী হামলা। মুসলিমদের প্রতি চরম ঘৃণা থেকে আমাদের কমিউনিটির অন্যতম প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়।’