সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হয়েছে জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ। শুক্রবার (১১মে) বেলা ১১টার দিকে সেখানে তার মরদেহটি নেওয়া হয়। এরপরই শ্রদ্ধা জানানো শুরু হয়।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে এবং দুই দফা জানাজার পর নূরউল ইসলামের মরদেহ মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গত বুধবার (৯ মে) রাত সাড়ে নয়টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কার বয়স হয়েছিলো ৯২ বছর।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শহিদ মিনারে তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়েছে।
জাতীয় অধ্যাপক মুস্তাফা নুরউল ইসলামের জন্ম ১৯২৭ সালে ১ মে বগুড়ায় । তিনি শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। নিজ কর্মের স্বীকৃতি হিসেবে তিনি স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক লাভ করেন।
রাসেল/