সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ নেতা মুহিত। তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
বাংলাদেশ ক্রিকেটে আবুল মাল আবদুল মুহিতের সহযোগিতার কথা স্মরণ করে বিসিবি সভাপতি নাজমুল বলেন, ‘২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০১৪ আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং ২০১৬ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজনে দেশের অর্থমন্ত্রী হিসেবে বিসিবি তার সার্বিক সহযোগিতা পেয়েছে। এসব মেগা ইভেন্ট আয়োজনে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে তিনি সহযোগিতা করেছেন। তার ইতিবাচকতা এবং শক্তি অনুপ্রেরণাদায়ক ছিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে তার সহায়তা এবং বাংলাদেশের ক্রিকেটে তার পৃষ্ঠপোষকতা চিরদিন কৃতজ্ঞতার সহিত স্মরণীয় হয়ে থাকবে।’
বোর্ডের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন বিসিবি সভাপতি। সিলেটে শহরের রায়নগরে পারিবারিক কবরস্থানে সোমবার দাফন করা হবে মুহিতকে। শনিবার ঢাকার গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন একথা জানান।
২০০৮ সালে জাতীয় নির্বাচনে জয় লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান মুহিত। এরপর টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান