সকাল আটটা থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় ও ফুলবাড়িয়ায় পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। মুক্তাগাছা পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ ৫ মেয়রপ্রার্থী এবং ৫৭ জন কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন। ১৭ টি কেন্দ্রে ৩৯৫৯৯ জন ভোটার রয়েছেন।
এদিকে ফুলবাড়িয়ায় পৌরসভা নির্বাচনে ৫ জন মেযর এবং ৫৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ১০ টি কেন্দ্রে মোট ভোটার ২৩৭৫১ জন।
জেলা রিটার্নিং অফিসার দেওয়ান সারোয়ার জাহান জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
সকাল ৯টায় মুক্তাগাছা আর কে হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় যে, ঘন কুয়াশাকে উপেক্ষা করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার কথা জানিয়েছেন ভোটাররা।