মূলধন ঘাটতিতে সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার চরম মূলধন ঘাটতিতে পড়েছে। আর এর জন্য কোম্পানিটি সাভারের হেমায়েতপুরে কারখানা স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করতে পারেছে না। তবে পুঁজিবাজারে কোম্পানির শেয়ার দর হুহু করে বাড়ছে।

সম্প্রতি এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানির কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এমন তথ্য দিয়েছে।

এতো দিনে সাভারের হেমায়েতপুরে কারখানা স্থানান্তর সম্পন্ন করা যায়নি। এরই মধ্যে কোম্পানির শেয়ার দর এমন বৃদ্ধি কোনো তথ্যও তাদের কাছে নেই।কোম্পানির কর্তৃপক্ষ বলছে, মূলধন ঘাটতির কারণে কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যাচ্ছে না।

গত ২৭ আগস্ট এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানাতে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই।

বিশ্লেষণে দেখা গেছে, টানা ৪ কার্যদিবস ধরে শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়ছে। যার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ৪ কার্যদিবস আগে শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ৯০ পয়সায়। আজ মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাঁড়ায় ৪৯ টাকা ৮০ পয়সায়।