পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদ মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন বাড়ানোর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মুন্নু সিরামিকের বর্তমান অনুমোদিত মূলধন রয়েছে ৫০ কোটি টাকা । এর পরিমান বাড়িয়ে ১০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সাথে আলোচনার জন্য একটি বিশেষ সাধারণ সভা বা ইজিএম করবে প্রতিষ্ঠানটি। আগামী ৬ মার্চ সকাল ১০টায় ঢাকার ধামরাইয়ের ইসলামপুর মুন্নু সিরামিকের কারখানা প্রাঙ্গণে ইজিএম করবে প্রতিষ্ঠানটি। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট রয়েছে ৭ ফেব্রুয়ারি।
মুন্নু সিরামিক ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা আর পরিশোধিত মূলধন৩২ কোটি ৬৬ লাখ টাকা। প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৭৪৭ টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬০ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৩৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩০ দশমিক ৩১ শতাংশ ।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে মুন্নু সিরামিক।
আজকের বাজার/মিথিলা