দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে ফিরছে আলিফ ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে মূল মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।
মূল মার্কেটে ফিরে আসতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে কোম্পানিটি। ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরার আইনি শর্ত পূরণ করায় আলিফ ইন্ডাস্ট্রিজকে অনাপত্তিপত্র দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি । ওই পত্র পাওয়ার পর ডিএসইতে পুনঃতালিকাভুক্ত হতে আবেদন জানায় কোম্পানিটি। পরে ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে মূল মার্কেট আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
আলিফ ইন্ডাস্টিজের আগের নাম সজীব নিটওয়্যার। আলিফ গ্রুপ ২০১০ সালে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনে এর মালিকানা নেয়। এর আগে ২০০৯ সালের ৪ অক্টোবর উৎপাদন বন্ধ থাকার কারণে অন্য কোম্পানিগুলোর সঙ্গে সজীব নিটওয়্যারকেও তালিকাচ্যুত করেছিল ডিএসই।
আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭