রংপুর ডেইরি এন্ড ফুডস প্রোডাক্ট লিমিটেডের (আরডি ফুড) শেয়ারের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহেই কোম্পানির শেয়ারদর বেড়েছে ৩৩ দশমিক ৪১ শতাংশ। গত ২৫ নভেম্বর থেকে বাড়ছে শেয়ারটির দাম। এদিন সর্বশেষ প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৩ টাকা ৯০ পয়সায়। এরপর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়তে থাকে। গতকাল শেষ লেনদেন হয় ১৮ টাকা ৬০ পয়সায় তবে গতকাল দিন শেষে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ১ দশমিক ৬১ শতাংশ কমেছে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা।
আজকের বাজার/মিথিলা