মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫.৫ %

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাই মূল্যস্ফীতির হার ধারাবাহিকভাবে কমে আসছে। চলতি অর্থবছরের মার্চ নাগাদ ১২ মাসের গড়ভিক্তিক সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। যা গত বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১০ শতাংশ। সামষ্ঠিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা, সহায়ক রাজস্ব ও মুদ্রানীতি, হাওরের ফসল নষ্ঠ হওয়া সত্ত্বেও সারাদেশে সন্তোষজনক কৃষি উৎপাদন এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে চলতি অর্থবছর শেষে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।

এরই প্রেক্ষিতে বছর শেষে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে জানান মন্ত্রী।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭