পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৯ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১৯ আগস্ট সায়হাম টেক্সটাইলের শেয়ার দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। ৯ সেপ্টেম্বর তা ৩৬ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।
গত ১৯ আগস্ট কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর ছিল ১৮৩ টাকা ৫০ পয়সা। ৯ সেপ্টেম্বর তা ২২৮ টাকা ৯০ পয়সা হয়।
আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।