মূল্য সংবেদনশীল তথ্য নেই তিন কোম্পানির

 পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট, লিগ্যাসি ফুটওয়ার এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড-এ তিন কোম্পানির  অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে দাবি করেছে কোম্পানিগুলো। এর আগে রোববার , ১০ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানিগুলোর শেয়ারের দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ দেয়। এর জবাবে আরামিট সিমেন্টস’র পক্ষ থেকে জানানো হয়-কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই  এ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, লিগ্যাসি ফুটওয়ার জানায়, কোম্পানীর মুনাফা সম্পর্কিত কোন অপ্রচলিত তথ্য নেই যা ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে বা কোম্পানির শেয়ারের ভলিউমকে ঊর্ধমুখী করতে পারে।

বিশ্লেষণে দেখা যায়,  গত চার কার্যদিবসে আরামিট সিমেন্টের শেয়ার দর ২৮ টাকা থেকে বেড়ে ৩২.৮০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১৭.১৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে গত তিন কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়ারের শেয়ার দর ৪৮.৫০ টাকা থেকে বেড়ে ৬১.১০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ১২.৬০ টাকা বা ২৫.৯৭ শতাংশ বেড়েছে।  আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

এছাড়া, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে   রোববার,১০ ডিসেম্বর ডিএসই কর্তৃপক্ষ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোন  রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

আজকের বাজার:এসএস/১১ডিসেম্বর ২০১৭