মূল্য সংবেদনশীল তথ্য নেই ডেফোডিল কম্পিটারসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডেফোডিল কম্পিটারস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত নয় কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারটির দর ৪১ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪২ টাকা ৫০ পয়সা । গত ১০ ডিসেম্বর প্রতিটি শেয়ার লেনদেন হয় ৩২ টাকা ২০ পয়সায়। এরপর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে। গত কাল শেয়ারটির শেষ লেনদেন হয় ৪২ টাকা ৩০ পয়সায়। গতকাল দিন শেষে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৪১ দশমিক ১৮ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। টানা নয় দিনের এই দর বাড়াকে ডিএসই অস্বাভাবিক মনে করছে।

ডিএসই এই দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায়। আর এর উত্তরে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানায় প্রতিষ্ঠানটি।

 

আজকের বাজার/ মিথিলা