মূল্য সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৯ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।  লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের  দর বেড়েছে ।  এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯  পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি  ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৩৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর