বুধবার ৩১জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া প্রায় ৭৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৫৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
আজকের বাজার:এসএস/৩১জানুয়ারি ২০১৮