সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৫১৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৭ কোটি ৮০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫০৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির ।
আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮