বুধবার ১৭জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রায় ৩৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮