মূল্য সূচকের পতনে লেনদেন শেষ

বুধবার ২৪জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে।আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বুধবার ডিএসইতে ৪২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৩৮ কোটি ৩৮ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/২৪জানুয়ারি ২০১৮