ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯১ পয়েন্টে। যা গত আড়াই বছরের মধ্যে মূল্য সূচকের সর্বনিম্ন অবস্থান।
এর আগে ২০১৭ সালে ১ জানুয়ারি ডিএসই প্রধান সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৩ পয়েন্টে।
সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৩০৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকল ডিএসইতে ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৪৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৩টির। আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১৮ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।