মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছি: শেহরিন

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় আহত যাত্রী শেহরিন আহমেদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে বাড়ি ফেরার সময় সাংবাদিকদের বলেন, সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। সুস্থ হয়ে আমি বাড়ি যাচ্ছি। এ জন্য আমি খুবই আনন্দিত।মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছি। আমার চোখের সামনেই তিন যাত্রীকে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে দেখেছি।

বিমান দুর্ঘটনায় আহত হয়ে যারা বেঁচে আছি, তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শেহরিন এখন সুস্থ। তার শরীরের দগ্ধ স্থানে লাগানো চামড়া শুকিয়ে গেছে। তবে দুই সপ্তাহ পর আবারও ফলোআপের জন্য তাকে হাসপাতালে আসতে হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়ে ৫১ যাত্রী নিহত হন। এর মধ্যে ২৬ বাংলাদেশি। এ দুর্ঘটনায় আহত হন ১০ বাংলাদেশি। তাদের উদ্ধার করে প্রথমে নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গত ১৫ মার্চ আহত ব্যক্তিদের মধ্যে প্রথম দেশে আনা হয় শেহরিন আহমেদকে।

আজকের বাজার/আরজেড