পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন পারিবারিক কলহের জেরে শ্বশুড় বাড়ির লোকজনের দেয়া আগুনে দগ্ধ পাবনার আমিনপুরের গৃহবধূ শজি খাতুন (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মারা যান বলে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন নিশ্চিত করেন।
নিহত শজি খাতুন বেড়া উপজেলার আমিনপুর থানার তালিমনগর গ্রামের ছুরমান মন্ডলের স্ত্রী। ঘটনার পর মামলা দায়ের হলে পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে।
মামলা সুত্রে জানা গেছে, অগ্নিদগ্ধে নিহত শজি খাতুনের স্বামী ছুরমান মন্ডল কয়েক বছর ধরে মালয়েশিয়া থাকেন। সেখান থেকে তিনি প্রতি মাসে তার বোন সামেলা খাতুনের একাউন্টে টাকা পাঠান। ননদ সামেলা খাতুন সংসার খরচ বাবদ প্রতি মাসে মাত্র ৩ হাজার টাকা করে দেন তার ভাবী শজি খাতুনকে। অল্প টাকায় সংসার চালানো সম্ভব না হওয়ায় শাশুড়ী-ননদ, ভাসুর ও জায়ের সাথে কলহ দেখা দেয় শজি খাতুনের।
এ নিয়ে ৯ মে বৃহস্পতিবার ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি, ননদ ও ভাসুরের বউ মিলে শজি খাতুনের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া শজি খাতুন পাঁচ দিন পর মঙ্গলবার রাতে মারা যান।
এ ঘটনায় নিহত গৃহবধুর বাবা ফজিবর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ননদ সামেলা খাতুনকে গ্রেপ্তার করলেও অভিযুক্ত অন্যান্যদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আজকের বাজার/এমএইচ