পারিবারিক কলহের জেরে ভোলার চরফ্যাশনে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ ফাতেমা বেগম ভোলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।
চরফ্যাশন পৌরসভার খাসপাড়ায় বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী ফাতেমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়।
এক পর্যায়ে স্বামী আলাউদ্দিন স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ এনে ফাতেমার বোন নূরজাহান বেগম বাদী হয়ে ফাতেমার স্বামী আলাউদ্দিন ও তার বাবা হাবিবুল্যাহ এবং মা আছুরা বেগমকে আসামি করে শুক্রবার চরফ্যাশন থানায় মামলা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে স্বামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে।
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফাইজুল হক জানান, ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো লাগবে।
তিনি আরো বলেন, ফাতেমার শরীরের ৩০ ভাগ পুরে যাওয়ায় সমস্যা বড় জটিল আকার ধারন করেছে। এখানে তাকে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।
আজকের বাজার/আরআইএস