মৃত ভ্রূণ নিয়ে থানায় ধর্ষণের শিকার তরুণী

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় এক তরুণী ধর্ষণের শিকার হয়ে গর্ভধারণ করেন।

পরে ওই তরুণীকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। তিনি মৃত ভ্রূণ নিয়েই থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে।

অভিযুক্তের নাম মনোজ (২২)। সোমবার যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতেই মাকে সঙ্গে নিয়ে হাসনাপুর থানায় আসেন নির্যাতিতা। এছাড়া ওই যুবক তরুণীকে খুনের হুমকিও দিয়েছে বলে জানা গেছে।

নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর গর্ভপাত করানোর জন্য তাকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ায় যুবক। থানায় দায়িত্বরত পুলিশ জানায়, ‘অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে এড়াতে ধর্ষিতার গর্ভপাত করায় ওই যুবক।’

থানায় পাঁচ ঘণ্টা থাকার পর যুবতির স্বাস্থ্যের অবনতি হয়। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আজকের বাজার/আরআইএস